শরণখোলায় দূর্গা পূজা পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত


শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ / Print This Post Print This Post
শরণখোলায় দূর্গা পূজা পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

 

শরণখোলায় বৃহস্পতিবার সকালে আসন্ন দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, শরণখোলা থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা বিএনপি সদস্য সচিব ও সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক শেখ মোহাম্মদ আলী, শরণখোলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক গোপাল কর্মকারসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় সকল পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। শরণখোলায় এ বছর ২০টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে দূর্গা পুজা শুরু হবে বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস জানিয়েছেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১