৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শরণখোলায় ঝড়বৃষ্টিতে ব্যপক ক্ষতি : বজ্রপাতে গরুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

শরণখোলা : শুক্রবার দুপুরে ঝড়ে বসতঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়।ছবিটি রায়েন্দা বাজার এলাকা থেকে তোলা।

শরণখোলায় শুক্রবার দুপুরে বজ্রপাতে একটি গরু মারা গেছে। আকষ্মিক ঝড়বৃষ্টিতে ব্যপক গাছপালা ভেঙ্গেছে। গাছপড়ে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার জুমার নামাজের পড়ে হঠাৎ করে চারিদিক আকাশ কালো করে অন্ধকার নেমে আসে। উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে ব্যপক ঝড় বয়ে যায় সাথে বৃষ্টি ও বজ্রপাত। বজ্রপাতে রাজৈর গ্রামের এমাদুল হাওলাদারের একটি গাভী মারা যায়। ঝড়ে উপজেলার সোনাতলা, কদমতলা, রায়েন্দা, খাদা, রাজেশ্বর, বকুলতলাসহ বিভিন্ন গ্রামে গাছপালা ভেঙ্গে পড়ে। অনেক জায়গায় ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। ঝড়ের সময় বিদ্যুৎ লাইনে গাছ পড়ে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সোনাতলা গ্রামে গাছপড়ে আবু রাজ্জাক আকনের একটি ঘর ভেঙ্গেছে বলে খবর পাওয়া গেছে।

রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা জানান, ঝড় বৃষ্টিতে গ্রামাঞ্চলে গাছপালা ভাঙ্গাসহ অনেক ছোট ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।