২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শরণখোলায় ষ্ট্রোকে মৃত্যুকে হত্যাকান্ডে রুপ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

শরণখোলাঃ শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মোঃ জাকির হোসেন।্

শরণখোলায় আপন ভাইয়ের ষ্ট্রোকে মৃত্যুকে হত্যাকান্ড বলে অপর ভাইদের মামলায় জড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত আঃ হক তালুকদারের পুত্র মোঃ জাকির হোসেন বলেন,তার আপন ছোট ভাই জাহাঙ্গীর তালুকদার গত ১ মে রাতে ষ্ট্রোকজনীত অসুস্থতায় শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়্ । জমিজমা বিরোধের কারণে আমাদের ঘায়েল করার লক্ষ্যে ভাই জাহাঙ্গীরের স্বাভাবিক মৃত্যুর ঘটনাটিকে ভাইয়ের স্ত্রী ও তার পুত্ররা মারামারিতে আহত হয়ে মারা গেছে বলে অপপ্রচার চালায় এবং থানায় একটি অভিযোগ দেয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। সেটি এখন ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। এদিকে আমার মৃত ভাইয়ের স্ত্রী পুত্ররা গত ২১ মে শরণখোলা প্রেসক্লাবে আমাদের বিরুদ্ধে কল্পিতকাহিনী প্রচার করেছে যাতে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। আমরাও ঘটনার সুষ্ঠ তদন্ত চাই। সংবাদ সম্মেলনে মৃত জাহাঙ্গীরের আপন ৮ ভাই ও ২ বোন উপস্থিত ছিলেন।##