সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা


হায়াতুজ্জামান মিরাজ, আমতলী প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

 

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার সংবাদ প্রকাশের জেরে ২ জন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও শেয়ার করার দায়ে আরো ১০ জনসহ মোট ১২ জনকে আসামী করে সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন বাদী তালতলী উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলাটি দায়ের করেন।

মামলার আসামি দুই সাংবাদিক হলেন দৈনিক মানবকন্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি ও তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন এবং দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি ও একই সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম।

এছাড়া ভাইরাল হওয়া ওই আপত্তিকর ভিডিও শেয়ার করার দায়ে আরো ১০ জন ব্যক্তিদের মামলার আসামী করা হয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সংবাদ প্রকাশ ও ওই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে সুনাম নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে।

ওই মামলার ৩ নং আসামী দৈনিক কালবেলা’র তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম বলেন, তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ওই মামলার সাক্ষীরা এক নারীকে নিয়ে আপত্তিকর অবস্থায় তাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ভাইরাল হয়। বিষয়টি সাংবাদিকরা জানতে পারে। বিষয়টি নিয়ে যেন সাংবাদিকরা নিউজ না করে সে জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করেন। দায়িত্বশীল পদে থেকে এহেন অনৈতিক কার্যকলাপ করার কারনে আমরা তাদের কথা না শুনে আমাদের পত্রিকায় নিউজ প্রকাশ করি। সেই আক্রোশে তারা আমাদের নামে সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেছে।

জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, মামলার বিষয়ে আমি এখনো কিছু জানি না। মামলার কপি হাতে পেলে তখন আমি ওই বিষয়ে কথা বলতে পারবো। #

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০