১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সংসদ সদস্যের সমর্থিত দাবি করে প্রার্থীর প্রচারণা ; আচারণ বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নিজেকে সংসদ সদস্যের সমর্থিত প্রার্থী দাবি করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শুভ রহমান চৌধুরী আনারস প্রতিক এর বিরুদ্ধে আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাপ-পিরিচ প্রতিক এর রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ শাহীনুর আলমের কাছে এবিষয়ে এক লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগকারী চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম জানান, উপজেলা নির্বাচন শতভাগ গ্রহণযোগ্যতা করার জন্য দলীয় সিন্ধান্ত অনুযায়ী কোনো প্রচার প্রচারণাতেই আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের অন্য কোন গুরুত্বপূর্ণ নেতার ছবি ব্যবহার করতে পারবে না। এমনকি নির্বাচনের প্রচারণায় কেউ আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের কর্মী ইত্যাদি পরিচয় ব্যবহার করে কোন ধরনের নির্বাচনী প্রচার করবে না। এছাড়া এমপি-মন্ত্রী উপজেলা নির্বাচনে প্রার্থী দিতে পারবেন না বা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালাতেও পারবেন না। কিন্তু প্রতিপক্ষ আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে এক উঠান বৈঠকে নিজেকে এমপির সমর্থিত প্রার্থী দাবী করে ভোট চান। যা সম্পূর্ণ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন। ওই প্রচারণার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমার দৃষ্টিগোচর হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ শাহীনুর আলম জানান, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রবিউল ইসলাম অপর চেয়ারম্যান প্রার্থী শুভ রহমান চৌধুরী বিরুদ্ধে আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ ও হোয়াসএ্যাপে ভিডিও চিত্র দাখিল করেছেন। যা সিনিয়র জেলা নির্বাচন ও রির্টানিং অফিসার দিনাজপুর বরাবর যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হয়েছে।

.SK24/SMK/DESK