সন্ধ্যা নদীতে বালুভর্তি জাহাজ ও মালবাহী কোস্টার জাহাজের মুখোমুখি সংঘর্ষ


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ৬:০৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
সন্ধ্যা নদীতে বালুভর্তি জাহাজ ও মালবাহী কোস্টার জাহাজের মুখোমুখি সংঘর্ষ

 

 

পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীতে বালুভর্তি বলগেট জাহাজের সাথে মালবাহী কোস্টার জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ (৩০ এপ্রিল) মঙ্গলবার দুপুর আড়াইটা দিকে কাউখালী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে স্বরূপকাঠিগামী বালুভর্তি বল গেটের উপর মংলা পোর্টগামী “এমডি মা বাবার দোয়া ৫ ” নামের একটি মালবাহী খালি কোস্টার জাহাজ উঠিয়ে দেয়।
বালুর জাহাজের চালকসহ সহ আরো দুইজন নদীতে পড়ে যায়।

ঘটনার পর পরই কাউখালী সোনাকুর ফেরিঘাট সংলগ্ন খেয়া ঘাটে থাকা ট্রলার চালকরা ঘটনাটি দেখতে পেয়ে তাৎক্ষণিক নদীতে পড়ে যাওয়ার তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়।

এবং বালুভর্তি জাহাজটিকে কয়েকটি ট্রলারের সাহায্য নদীর তীরে নিয়ে আসার পর জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটির সামনের অংশ এখনো পানির উপরে দেখা যায়।

ঘটনা সংবাদ পাওয়ার সাথে সাথেই পরিদর্শন করেছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা । এসময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কাউখালী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমানকে পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শী মনির ফিটার বলেন, বালুর জাহাজটি যেকোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে দুর্ঘটনাটি ঘটছে।

কোস্টার জাহাজের মাস্টার মহিবুল হাসান বলেন, দোহারের আব্দুর রহমানের মালিকানাধীন এই জাহাজটি ঝালকাঠি থেকে মংলার উদ্দেশ্যে যাওয়ার সময় নদীতে জোয়ার থাকায় কাউখালী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে নোঙ্গর করতে ছিলেন। এ সময় হুলারহাট বালু মহাল থেকে ছেড়ে আসা স্বরূপকাঠী গামী বালুভর্তি আল্লাহর দান নামক জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের জাহাজের নিচে ঢুকে যায় এবং নদীর তীরে নেওয়ার পর ডুবে যায়।

কাউখালী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান ,দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে কেউ হতাহত না হলেও বালু ভর্তি জাহাজ ডুবে গেছে। কোস্টার জাহাজের মাস্টার ও জাহাজ পুলিশ হেফাজতে আছে ঊর্ধতন কর্তৃপক্ষের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০