১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ইসলামী সংগীত গেয়ে সাড়া ফেলেছেন আব্দুল হাসিব বিন ইদ্রিস

সাহিত্য ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

গায়ক, সুরকার হিসেবে বেশি পরিচিতি লাভ করেছেন আব্দুল হাসিব বিন ইদ্রিস। গানের পাশাপাশি গজল নিয়েও কাজ করছেন তিনি। শুরুতে সাফল্য না পেলেও বর্তমানে তার বেশ কিছু গজল ইউটিউব এবং টিকটকে দারুণ সাড়া ফেলেছে।

এর মধ্যে ‘বারে বারে পথ ভুলি, এবং ‘তুমি এসেছ বলে, অন্যতম। এ দুটো সংগীত গেয়েছেন আব্দুল হাসিব বিন ইদ্রিস।

উচ্ছ্বাস প্রকাশ করে আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, ‘দর্শকদের এত ভালোবাসা পাব তা অপ্রত্যাশিত। এভাবে অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আরো গজল উপহার দিতে চাই।’

ইউটিউবে ভিডিওটি ক্ষণস্থায়ীভাবে অসংখ্য দর্শকের চোখে পড়েছে এবং অসংখ্য টিকটক ব্যবহারকারীরা এই গানে ভিডিও বানিয়েছে ও রিলস বানিয়েছে।

ছোটবেলা থেকে গানের প্রতি প্রবল ঝোঁক এবং ভালোবাসা আব্দুল হাসিব বিন ইদ্রিসের। সেখান থেকেই সংগীত হিসেবে নিজেকে গড়ে তোলা। করেন।। তার সংগীতজীবন ২০১৮ সাল থেকে শুরু হলেও প্রথম গান রিলিজ হয় ২০২০ সালে। তখন থেকেই বিভিন্ন বিষয় একক সংগীত পরিচালনা করে আসছেন আব্দুল হাসিব বিন ইদ্রিস।

 

 

SK24/SMK/DESK