ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার স্বদেশী ইউনিয়নের গাজীপুর গ্রামে নাশুল্লা ব্লকে ‘ সরিষা প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কৃষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মাসুদুর রহমান।এসময় উপস্থিত ছিলেন- উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ ন ম মাহবুবুল হক অপু,উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ এলাকার শতাধিক নারী-পুরুষ কৃষক এতে অংশ নেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মাসুদুর রহমান বলেন, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের জ্ঞান ও দক্ষতার উন্নয়ন হবে।
আপনার মতামত লিখুন :