২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এলন মাস্ক কিনে নিলেন টুইটারের ৯.২ শতাংশ

বার্তা বিভাগ , প্রকাশিত হয়েছে-

বিশ্বের জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার ইনকরপোরেশনের ৯.২ শতাংশ কিনেছে এলন মাস্ক। এলন মাস্ক রিভোকেবল ট্রাস্ট টুইটারের শেয়ার করেছে। যদিও টুইটার পরিচালনার ভূমিকা থাকবে না এলন মাস্কের। কেননা, তার প্রতিষ্ঠান টুইটারের প্যাস্টিক স্টেকের অংশীদার হয়েছে। প্যাসিভ স্টেক হলো ওই স্টেকের অংশীদারি হলেও কম্পানি চালানোর জন্য সরাসরি কোনও ভূমিকা থাকে না।

এদিকে এলন মাস্ক টুইটার কিনেছে এই খবর চাউর হতেই শেয়ার মার্কেটে টুইটারের দর বেড়েছে প্রায় ২৬ শতাংশ।

যদিও কিছুদিন আগে টুইটারে এক পোস্টে এলন মাস্ক জানিয়েছিলেন তিনি নতুন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করতে যাচ্ছেন।

এর কয়েকদিন আগেই একটি পোল পোস্ট করেন এলন। সেখানে তিন সাধারণ ফলোয়ার্সদের উদ্দেশে লেখেন, আপনারা কি মনে করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বাক স্বাধীনতা রয়েছে?এর জবাবে দেখা গেছে প্রায় ৭০.৪ শতাংশ সাধারণ ফলোয়ার্স মনে করেন সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতা নেই। এছাড়াও ২৯.৬ শতাংশ মনে করেন হ্যাঁ, টুইটারে বাক স্বাধীনতা রয়েছে। সর্বমোট ৪.৩৩ মিলিয়ন ভোট দিয়েছেন।

এর ঠিক ২৪ ঘণ্টা পর টুইটারের অ্যালগরিদমের উপর ক্ষোভ প্রকাশ করেন ইলন মাস্ক। সেখানে তিনি বলেন, টুইটারের অ্যালগরিদম প্রকাশ্যে নিয়ে আসা উচিত।