২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‌‌‌‍‍‌‌‌‌‌‌“দুর্ভাগ্য আমার, আমি কেন যে ব্যবসায়ী হলাম”

জ্যেষ্ঠ প্রতিবেদক , প্রকাশিত হয়েছে-

বাংলাদশে সরকাররে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দুর্ভাগ্য আমার, আমি কেন যে ব্যবসায়ী হলাম! আমাকে বার বার এ কথাটাই শুনতে হয়। এ দুঃখ যাবে না। সেই ১৯৬৯ সাল থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি। বাবাসহ একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। আজকে যেখানে দাঁড়িয়ে এই বক্তৃতা দিচ্ছি, ১৯৭৩ সালে আমি এই এলাকার ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম! দুর্ভাগ্য আমার তবুও আমি ব্যবসায়ী।’

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য সংগঠন বিল-২০২২ উত্থাপন করলে বিলের ওপর জনমত যাচাইয়ের আলোচনায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘কেউ আমার মন্ত্রণালয়ের কোনো কথা বলতে গেলে প্রথমেই বলেন যে, বাণিজ্যমন্ত্রী নিজেই তো ব্যবসায়ী। আমি ব্যবসা করি ৪০ বছর ধরে। রাজনীতি করি ৫৬ বছর ধরে। ৬৬ সাল থেকে রাজনীতি শুরু করেছি কিন্তু রাজনীতিবিদ হতে পারলাম না। এই ঢাকা শহরে ৭৩ সালে ছাত্রলীগের সভাপতি ছিলাম। ৬৯ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার, কোনো উকিল বা ডাক্তার যখন পার্লামেন্টে মেম্বার হন, তখন কেউ বলে না যে এখানে উকিল বা ডাক্তার কেন আসছে? কিন্তু আমি ব্যবসায়ী বলেই আমার অপরাধ।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই জানি জিনিসপত্রের দাম বেড়েছে। আমি কখনই বলিনি যে, যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে। বারবার বলা হচ্ছে সিন্ডিকেট, সরকার কোনো ব্যবসা নিয়ন্ত্রণ করে না। ব্যবসাকে সাহায্য করতে চায়। যে কেউ চাইলে আপনারাও তেল আনতে পারেন। তেল আনতে কোনো বাধা নাই।’