বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে  হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

 

 

শরণখোলায় বুধবার ( ৬মার্চ) দুপুরে লোকালয়ে উদ্ধার করা একটি চিত্রল হরিণ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবন থেকে দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে।

বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশনের বন থেকে দুটি চিত্রল হরিণ শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। বুধবার সকালে গ্রামবাসীরা গ্রামের মাঠে দুটি হরিণকে ঘাস খেতে দেখে। গ্রামবাসীরা হরিণ দুটিকে ধরার জন্য তাড়া করলে একটি হরিণ নিকটস্থ ভোলা নদীতে পড়ে সাতরে সুন্দরবনের মধ্যে চলে যায়। অপর হরিণটি পশ্চিম রাজাপুর গ্রামের আলামিন হোসেনের বাড়ীর পিছনে ঝোপের মধ্যে আশ্রয় নেয় । খবর পেয়ে ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা ঝোপের মধ্যে থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সবুর বলেন, ধারণা করা হচ্ছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাতরে হরিণ দুটি গ্রামে চলে গিয়েছিলো। একটি হরিণ মানুষের তাড়া খেয়ে বনে ফিরেছে এবং উদ্ধার করা হরিণটি বুধবার দুপুরে ধানসাগর ষ্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০