২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহিপুর থেকে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক , প্রকাশিত হয়েছে-

 

পটুয়াখালী জেলার মহিপুরে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ০৬/০৪/২০২২ইং তারিখ আনুমানিক ১৪:১৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন গোড়াখাল সাকিনস্থ জনৈক আকাব্বর মোল্লার বাড়ীর পাশে কাঁচা রাস্তার উপর ০১(এক) জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে । প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৪ঃ১৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ বিল্লাল হোসেন(২৭), পিতা-মোঃ নাসির হাওলাদার, সাং-কচ্ছপখালী, ০৫নং ওয়ার্ড, মহিপুর পৌরসভা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী । ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন ড্রাইভার হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৯০(নব্বই) পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান (৯০ী২০০) = ১৮,০০০/- (আঠার হাজার) টাকা । ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।