স্বাগতিক পাকিস্তানকে হারিয়েই সফর শেষ করল অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২২, ৮:৩১ অপরাহ্ণ / Print This Post Print This Post
স্বাগতিক পাকিস্তানকে হারিয়েই সফর শেষ করল অস্ট্রেলিয়া

 

সফরকারী অস্ট্রেলিয়া স্বাগতিক পাকিস্তানের কাছে ম্যাচটি ছিল বিশ্বকাপে হারের প্রতিশোধ নেওয়ার আর চেয়েছিল ২৪ বছর পর পাকিস্তান সফর জয় দিয়ে শেষ করতে।

গতরাতে ( ৫ এপ্রিল) অজিদের বিপক্ষে প্রতিশোধ নেওয়া হলো না বাবর আজমদের । বিপরীতে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে টেস্টের পর শর্ট ফরম্যাটের ক্রিকেট সিরিজ জিতে ঐতিহাসিক সফর শেষ করল অ্যারন ফিঞ্চের দল।

ওয়ানডে সিরিজে বাবর আজম একাই হারিয়ে দিয়েছিলেন সফরকারীদের । শেষ দুই ওয়ানডেতে শতক হাঁকান বাবর আর তাতেই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। গতরাতে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতেও উজ্জ্বল ছিলেন পাকি অধিনায়ক।

দীর্ঘদিন অফ ফর্মে থেকে সমালোচিত হওয়া অজি অধিনায়ক যেন এ ম্যাচে জানান দেন ফুরিয়ে যাননি তিনি, থাকবেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে জেতানোয় ম্যাচ অব দ্য ম্যাচ হন ফিঞ্চ। অজি অধিনায়কের ব্যাটে ভর করেই পাকিস্তানকে ৩ উইকেটে হারায় তারা। ফিঞ্চকে যোগ্য সঙ্গ দিয়েছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ ও মার্কাস স্টয়নিস।

জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ১ উইকেটে ৬৩ রান তুলে শুরুটা দারুণ করে অস্ট্রেলিয়া। দলীয় ৪০ রানের মাথায় ওপেনার ট্রাভিস হেড আউট হওয়ার আগে খেলেন ১৪ বলে ২৬ রানের ইনিংস। এরপর তিন নম্বরে নামা জশ ইংলিস করেন ১৫ বলে ২৪ রান। তিনি আউট হন উসমান কাদিরের বলে নবম ওভারের মাথায়। পরে নামেন টি-টোয়েন্টিতে অভিষিক্ত হওয়া মার্নাস লাবুশেন। ১০ ওভারেই স্কোরকার্ডে ৯৫ রান উঠান ফিঞ্চ।

টেস্টের এক নম্বর ব্যাটার কুড়ি ওভারের ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ মাত্র ৪ রানে আউট হলে ফিঞ্চকে সঙ্গ দিতে নামেন মার্কাস স্টয়নিস। ৫ চারের সাহায্যে মাত্র ৯ বলে ২৩ রান করেন অজি অলরাউন্ডার। ব্যক্তিগত পরপর দুই ওভারে স্টয়নিস ও ক্যামেরন গ্রিনকে প্যাভিলিয়নে পাঠান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তবে তাতে লাভ হয়নি, শেষ পর্যন্ত ফিঞ্চের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। শেষে উল্লেখ করার মতো বেন ম্যাকডারমট করেন ১৯ বলে ২২ রান।

আফ্রিদি, কাদির, ও ওয়াসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ১৯ বলে ২৩ রান করে অষ্টম ওভারে আউট হন রিজওয়ান। ১৬তম ওভারে আউট হওয়ার আগে ৪৬ বলে ৬৬ রান করেন বাবর। সেইসাথে খুশদিল শাহ ১৮ বলে ২৪, ইফতিখার আহমেদ ১৩ বলে ১৩ রান করেন। আর শেষ দিকে ৬ বলে ১৮ রানের উসমান কাদিরের ঝড়ো ইনিংসে দেড়শ পার করে পাকিস্তান।

বল হাতে ৪ উইকেট নেন নাথান এলিস আর ক্যামেরন গ্রিনের শিকার করেন ২ টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৬২/৮ (রিজওয়ান ২৩, বাবর ৬৬, ফখর ০, ইফতেখার ১৩, খুশদিল ২৪, আসিফ ৩, হাসান ১০, আফ্রিদি ০, ওয়াসিম ২*, কাদির ১৮*; হেড ২-০-১৭-০, ডোয়ার্শিস ৩-০-৪২-০, অ‍্যাবট ৪-০-২৮-১, এলিস ৪-০-২৮-৪, জ‍্যাম্পা ৪-০-২৯-১, গ্রিন ৩-০-১৬-২)

অস্ট্রেলিয়া: ১৯.১ ওভারে ১৬৩/৭ (হেড ২৬, ফিঞ্চ ৫৫, ইংলিস ২৪, লাবুশেন ২, স্টয়নিস ২৩, গ্রিন ২, ম‍্যাকডারমট ২২* অ‍্যাবট ০, ডোয়ার্শিস ০*; আফ্রিদি ৪-০-২১-২, হাসান ৩-০-৩০-০, রউফ ৩.১-০-৩৫-১, কাদির ৪-০-৩৩-২, খুশদিল ১-০-৯-০, ওয়াসিম ৪-০-৩০-২)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: অ্যারন ফিঞ্চ।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০