বরগুনার আমতলী উপজেলার ২১৬ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগসহ জটিল রোগীরা সরকারী অনুদানের টাকা পায়নি। দের বছর পেরিয়ে গেলেও অনুদানের টাকা না পেয়ে হতাশ ওই সকল ভূক্তভোগী পরিবার। কেউ কেউ অনুদান পেতে আবেদন করে না পেয়ে মারাও গেছেন। দ্রুত অনুদানের টাকা পেতে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন জঠিল রোগে আক্রান্ত ভুক্তভোগী পরিবারগুলো।
জানাগেছে, সরকার লিভার সিরোসিস, কিডনি, ক্যান্সার, থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগ ও স্টোকজনিত প্যারালাইস্টসহ জটিল রোগীদের চিকিৎসার জন্য অনুদান দিয়ে থাকে। এ জন্য উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন যাচাই বাছাই শেষে জটিল রোগীদের অগ্রাধিককার দিয়ে অনুদান পাওয়ার উপযোগীদের সুপারিশ করে বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়। গত দের বছরে ২১৬ জন রোগী সরকারী অনুদান পাওয়ার উপযোগী হিসেবে সুপারিশ করে জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২০-২১ অর্থ বছরে ক্যান্সার ৩০, কিডনী ১৩, লিভার সিরোসিস ৮ ও থ্যালাসেমিয়া ৪। ২০২১-২২ অর্থ বছরে ক্যান্সার ৭০, কিডনী ১৯, লিভার সিরোসিস ১১, স্টোক ৩৪ ও জন্মগত হৃদরোগ ৪ জন। তালিকা পাঠানোর দের বছর পেরিয়ে গেলেও আমতলী উপজেলার ওই সকল জঠিল রোগীরা এখনো সরকারী অনুদান পায়নি। সরকারী অনুদানের আশায় অনেক রোগী আবেদন করে মারাও গেছেন।
এদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত রোগী দুলাল মৃধা সরকারী অনুদান পেতে আবেদন করার তিন মাস পরেই তিনি মারা যান। এছাড়া আরো ৩/৪ জন আবেদনকারী সরকারী অনুদান না পেয়েই মারা গেছেন বলে উপজেলা সমাজসেবা অফিস নিশ্চিত করেছে।
ক্যান্সারে আক্রান্ত রোগী নুরু শিকদার ও মোসাঃ আখিনুর বেগম বলেন, আবেদন করেও সরকারী অনুদানের টাকা পাচ্ছি না। অনুদানের টাকা পাবো কিনা জানি না। এমনও হতে পারে অনুদানের টাকা পাওয়ার আগেই মনে হয় মারা যাব।
সরকারী অনুদাণের টাকা না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবারগুলোর দ্রুত অনুদানের টাকা পেতে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানায়।
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাঞ্জুরুল হক কাওসার বলেন, নানা রোগে আক্রান্ত উপজেলার ২১৬ জন জঠিল রোগীদের আবেদন সুপারিশ করে বিধি মোতাবেক জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।
বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কাজী মোঃ ইব্রাহিম মুঠোফোনে বলেন, অনুদানের টাকা বিতরণে আবেদনে ভূলত্রুটি ও অফিসিয়াল কিছু ঝামেলা রয়েছে। ওই গুলো দ্রুত সমাধান করে জঠিল রোগে আক্রান্ত ভূক্তভোগী পরিবারগুলোর মধ্যে সরকারী অনুদানের টাকা বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :