১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দ্বিতীয় দফায় মাদারীপুরে ৫১ হাজার পরিবার পাচ্ছে টিসিবির পণ্য: তদারকিতে প্রশাসন জনপ্রতিনিধি

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

রমজান মাসে দ্বিতীয় দফায় নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য-সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারীপুর পৌরসভা শকুনী বাজার সংলগ্ন কমিউনিটি সেন্টার চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
মাদারীপুর সদরসহ জেলার আরো চারটি উপজেলায় একযোগে নির্ধারিত ডিলারের মাধ্যমে পন্য বিক্রয় করা হয়। জেলায় ৪১ জন ডিলারের মাধ্যমে ৪১টি স্থানে প্রথম ধাপে ৬ হাজার ৬৭৫টি কার্ডধারী পরিবারের মাঝে বিক্রয় কার্যক্রম শুরু হয়। প্রতিটি স্থানে দির্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ এ সব পন্য সামগ্রী গ্রহন করছে। মাদারীপুরে ৫১ হাজার ৩৪১টি উপকারভোগী পরিবারের মাঝে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি ডাল, ১১০ টাকা দরে ২ কেজি সয়াবিন তেল ও ৫০ টাকা দরে ২ ছোলা বিক্রয় করা হচ্ছে।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে বিক্রয় কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব খোন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবুল কালাম, মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন মৃধা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল বাশার টফি, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বি,এম আবুল বাশার, ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলরর সাইয়েদা সালমাসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসক এর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধিসহ ট্যাগ কর্মকর্তাগণ কার্যক্রমটি মনিটরিং করছেন। বর্তমান সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে ভর্তুকি মূল্যে কম দামে পন্য কিনতে পেরে বেজায় খুশী সাধারণ মানুষ।