শরণখোলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব; প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২২, ১১:২৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
শরণখোলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব; প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে

শরণখোলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী আসছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সপ্তাহখানেক ধরে উপজেলার গ্রামাঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে । প্রতিদিন ৬/৭জন করে ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেক রোগী হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরছেন। ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা ত্রিশভাগ শিশু।শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ বলেন, প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া রোগী আসছেন। গত এক সপ্তাহে ৭০ জন ডায়ারিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্রামাঞ্চলে বিশুদ্ধ খাবার পানির সংকট ও বর্তমানে বাজারে ওঠা তরমুজ খেয়ে বেশিরভাগ মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য আলাদা ডায়রিয়া ওয়ার্ড খোলা হয়েছে ডায়রিয়া চিকিৎসার প্রয়োজনীয় স্যালাইন ও ঔষধ পর্যাপ্ত মজুত রয়েছে বলে ঐ আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০