সুপারী চুরি করার অপরাধে চয়ন চন্দ্র (১৩) নামে এক কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।গত শনিবার বিকালে লালমনির হাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিন হরিমনি এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগ উঠেছে ওই এলাকার প্রিয়নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় ওই ছেলে চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতন করেন।নয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।স্থানীয়রা জানান, ওই এলাকার প্রিয় নাথ রায়ের গাছের সুপারী শনিবার দুপুরে চুরি করে একই এলাকার মিন্টু চন্দ্রের পুত্র চয়ন চন্দ্র (১৩) এমন অভিযোগ তাদের।
ওই অভিযোগের জের ধরে প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় বিকেলে চয়ন চন্দ্রের বাড়ি গিয়ে তাকে আটক করে নিজ বাড়ি নিয়ে আসে। পরে গাছে বেঁধে শুরু করে নির্যাতন। এক পর্যায়ে চয়ন চন্দ্র অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, এমন ঘটনা এখানো শুনি নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :