প্রাইভেটের টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা


হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
প্রাইভেটের টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

বরগুনার তালতলীতে প্রাইভেটের টাকা দিতে না পাড়ায় মায়ের সাথে অভিমান করে সিমা (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিমার ঝুলন্ত মরদেহ তার বসত বাড়ী উপজেলার পূর্ব ঝাড়াখালী গ্রাম থেকে উদ্ধার করেছে। শনিবার (০৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিমা ওই এলাকার খালেক আকন্দের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞাণ বিভাগের ছাত্রী সিমা। কলেজের এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়েন। সিমার বাবা হতদরিদ্র দিনমজুরের কাজ করায় প্রাইভেটের টাকা দিতে কিছুদিন দেরি হওয়ায় শবিার সকালে ওই টাকা নিয়ে সিমার সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। পরে মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের চালের রুয়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিমার মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠায়। ময়না তদন্ত শেষে সন্ধ্যার পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ বিষয়ে তালতালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সিমার মা বলেন, আমাদের অভাবের সংসার তবুও মেয়েকে লেখাপড়া করানোর জন্য চেষ্টা করেছি। কষ্ট করে প্রাইভেটের ৫০০ টাকা জোগার করে দিয়েছি। বাকী প্রাইভেটের টাকার জন্য আমার সাথে একটু মনোমালিন্য হয়। এরপর মেয়েটি কলেজে না গিয়ে আমার সাথে অভিমান করে ঘরে বসে আত্মহত্যা করে।

তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহমান বলেন, সীমা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। আর কোন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো সেটা আমার জানা নেই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে যতোটুকু জেনেছি সেটা হলো প্রাইভেটের টাকা নিয়ে মায়ের সাথে মনোমালিন্য হওয়ার কারণে ওই কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০