৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে ক্ষোভ মিছিল ও স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক , প্রকাশিত হয়েছে-

 

গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এস এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম, দূর্ণীতির প্রতিবাদ ও তাকে অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

আজ (১১ এপ্রিল) দুপুরে এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মাইন উদ্দিন ভূঁইয়াকে অপসারেন দাবীতে বিভিন্ন শ্নোগান দেয় শিক্ষার্থীরা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাশেদুর রহমানের কাছের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তুলে ধরে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, ক্লাস রুমের সংকট থাকলেও তিনি তিনটি ক্লাস রুম দখল করে নিজের বাস ভবন তেরি করেছেন, স্কুলের ২৫টি কম্পিউটারের মধ্যে ১৫টি কম্পিউটার বিক্রি করে দিয়েছেন, বোর্ডকৃত রেজিষ্ট্রশন ফি ১৪৪ টাকার বদলে ৩৫০ টাকা ও টিফিন ফান্ড থেকে প্রতি মাসে ১২ হাজার টাকা ভাতা হিসাবে নিতে থাকেন তিনি।