হাইকোর্টে জি কে শামীমের জামিন আবেদন মাদক মামলায়


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২২, ২:৪৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
হাইকোর্টে জি কে শামীমের জামিন আবেদন মাদক মামলায়

 

ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) মাদক মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন । সোমবার (১১ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন করেন।

এর আগে রাজধানীর গুলশান এলাকা থেকে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গ্রেফতার হন জি কে শামীম। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট ৪টি মামলা করা হয়।

অস্ত্র মামলায় দেওয়া চার্জশিটে বলা হয়, জি কে শামীম একজন চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক এবং জুয়া ব্যবসায়ী। সে অস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে এসব অস্ত্রশস্ত্র বহন ও প্রদর্শন করেছেন। এর মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ব্যবসাসহ স্থানীয় বাস টার্মিনাল ও গরুর হাটবাজারে চাঁদাবাজি করে আসছিলেন। আসামি শামীম অস্ত্রের শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করে মাদক ব্যবসা ও মানি লন্ডারিং করে আসছিলেন।

২০২০ সালের ২১ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিকে শামীমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।

এসব মামলার মধ্যে মাদক মামলায় বিচারিক আদালতে জামিন পেতে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করলেন তিনি।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০