সময় ডেস্ক
আড়াই বছর ট্রেজারারশূন্য থাকার পর অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।
আজ (১২ই এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাসুম আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে
তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২য় ট্রেজারার। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের প্রোভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভতাদি সহ বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
আপনার মতামত লিখুন :