ফেসবুক থেকে উসকানিমূলক ও ক্ষতিকর কনটেন্ট সরাতে হাইকোর্টের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২২, ৮:৪০ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
ফেসবুক থেকে উসকানিমূলক ও ক্ষতিকর কনটেন্ট সরাতে হাইকোর্টের নির্দেশ

 

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উসকানিমূলক ও ক্ষতিকর কনটেন্ট সরাতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব (জননিরাপত্তা বিভাগ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ, আইনজীবী জর্জ চৌধুরী, ঢাকার বাসিন্দা সেলিম সামাদ ও ভিক্টর রায়ের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে এর বাণিজ্যিক প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ সংশ্লিষ্টদের গতবছর ১৮ নভেম্বর আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয় গতবছর ২০ ডিসেম্বর।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০