২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বরগুনায় দুই পক্ষের মানববন্ধনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১১

মংচিন থান বরগুনা প্রতিনিধি।। , প্রকাশিত হয়েছে-

 

 

বরগুনার পাথরঘাটায় একইস্থানে দুই পক্ষের মানববন্ধনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল আহসান ফিরোজ ও তার ছোট ভাই পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে পাথরঘাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার গাববাড়িয়া ও তাফালবাড়িয়া এলাকার বাসিন্দারা। মানববন্ধন শেষে বেলা ১১টার দিকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান স্মারকলিপি প্রদান করতে।

এ সময় এনামুল হোসাইনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে তুলি বেগম (৩০), মুছা মিয়া (২২), তারা মিয়া (৩৫), মিরাজ মাতুব্বর (২৬), ফিরোজ হোসেন (৩২) ও মো. রফিকুল ইসলামের নাম জানা গেছে।

এদিকে গ্রামবাসীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে পুলিশ বাধা দিলেও এনামুল হোসাইনের নেতৃত্বে পাল্টা মানববন্ধনে পুলিশ প্রশাসনের সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে।

পাথরঘাটা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ জানান, জমি নিয়ে বিরোধকে রাজনৈতিক প্রতিহিংসায় জড়িয়ে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। পাথরঘাটার উতপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।