২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারে এক বিমানকে আরেক বিমান ধাক্কা

নিজস্ব প্রতিবেদক , প্রকাশিত হয়েছে-

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে এক বিমানকে আরেক বিমান ধাক্কা দিয়েছে। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে বোয়িং-৭৩৭ এবং বোয়িং-৭৭৭ উড়োজাহাজের মধ্যে এই ঘটনা ঘটে।

জানা যায়, একটি বিমানের মেরামত শেষে সেটিকে হ্যাঙ্গারে প্রবেশ করানো হচ্ছিলো। এ সময় একটি বিমানের সম্মুখ অংশ (নোজ) আরেকটি বিমানের পেছনের অংশে (টেইল) ধাক্কা দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘মেরামত করে হ্যাঙ্গারে ঢোকানোর সময় একটি উড়োজাহাজের সামনের অংশ (নোজ) আরেকটি উড়োজাহাজের পেছনের অংশে (টেইল) গিয়ে ধাক্কা দেয়।’

তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, দুর্ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রকৌশলীরা এটি মেরামত করতে পারবে কি না জানার চেষ্টা চলছে।’