চট্টগ্রামের চাওয়া নাসুম বক্তব্য প্রত্যাহার করুক


ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২২, ৮:২৩ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
চট্টগ্রামের চাওয়া নাসুম বক্তব্য প্রত্যাহার করুক

 

 

বিপিএল নিয়ে বিতর্ক যেন শেষ হওয়ার নয়। টুর্নামেন্ট শেষ হয়ে যায়, তবে তর্ক-বিতর্ক থেকেই যায়। বিপিএল শেষ হয়েছে মাস দুয়েক হয়ে গেল, তবুও আবার আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিয়ে।

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগকে মিথ্যা বলে নাসুমের এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম। গত রোববার নাসুম বলেছিলেন প্রারিশ্রমিক নিয়ে তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি চট্টগ্রাম। সেই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১২ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন ফ্র্যাঞ্চাইজিটি মালিক আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জমান।

নাসুমের অভিযোগকে মিথ্যা দাবি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চট্টগ্রাম। বিসিবি কাছে এই বিষয়ে তদন্তের আহ্বান করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তারা কোনো অক্যাশন চান না, তারা চান নাসুম তার বক্তব্য প্রত্যাহার করুক।

এবারের বিপিএলে ড্রাফটের আগেই নাসুমকে সরাসরি দলে নেয় চট্টগ্রাম। তিনি ছিলেন ‘বি’ গ্রেডের ক্রিকেটার। সে অনুযায়ী তার পারিশ্রমিক ৩৫ লক্ষ টাকা। চট্টগ্রাম জানিয়েছে তারা চুক্তি অনুযায়ী শোধ করেছেন ভ্যাটের টাকা কেটে। এখানেই বাঁধে বিপত্তি। এই টাকার উপরে আসা ভ্যাট চট্টগ্রামকেই পরিশোধের জন্য চুক্তির সময় মৌখিভাবে অনুরোধ করেছিলেন নাসুম। সে সময় চট্টগ্রাম ইতিবাচক সাড়াও দিয়েছে বলে স্পষ্ট করেন নাসুম। ভ্যাটের পরিমাণ ছিল ৪ লাখ ৮০ হাজার। নাসুমকে তিন দাগে পরিশোধ করা হয় ৩০ লাখ ২০ হাজার টাকা। নাসুম ভ্যাটের জন্য কাটা টাকা না পেয়ে গণমাধ্যমে বলেছেন।

চট্টগ্রামের মালিক রিফাতুজ্জামান বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটার যারা আছেন, আমরা মনে করি তারা ন্যাশনাল ফিগার। আমরা চাই না তার বিরদ্ধে অ্যাকশন নেওয়া হোক। যে কথাগুলো সে গণমাধ্যমে বলেছে আমরা চাই সে এগুলো প্রত্যাহার করুক। সে গণমাধ্যমে এসে বলুক, কথাগুলো প্রত্যাহার করুক।’

এ ছাড়া এক বিবৃতি দিয়ে চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিলকে ই-মেইলে জানিয়েছি। দ্রুতই আমরা বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্তের করতে অনুরোধ জানিয়ে একটি চিঠি দেবো। বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির কাছে আমাদের অনুরোধ বিষয়টি যথাযত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার।’

এ বিষয়ে নাসুমের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, ‘আমি বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। এখন এটি বিসিবির হাতে। বিসিবি বিষয়টি দেখছে। এটা এখন আর কোনো মন্তব্য করতে পারবো না।’


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০