জোড়া লাগানো শিশু জন্ম নিল কৃষক পরিবারে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২২, ৮:১৪ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
জোড়া লাগানো শিশু জন্ম নিল কৃষক পরিবারে

 

ভোলার জেলার লালমোহনে কৃষক পরিবারে জন্ম নিল জোড়া লাগানো দুটি শিশু। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ‘লালমোহন ক্লিনিকে’ শিশু দুটির জন্ম হয়।

শিশু দুটির মাথা এবং হাত-পা আলাদা হলেও তাদের পেট জোড়া লাগানো রয়েছে।

সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়েছে বলে জানা গেছে। তবে শিশুটির মা এবং শিশুরা উভয়ই সুস্থ রয়েছে।

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জোড়া লাগানো শিশু দুটিকে দেখতে ক্লিনিকে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

লালমোহন উপজেলার উত্তর ফুলবাগিচা গ্রামের কৃষক বিল্লাল হোসেন ও মিতু বেগমের ঘরে জন্ম নেয় শিশু দুটি।

ক্লিনিকের ম্যানেজার ইলিয়াস হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে সিজার সম্পন্ন হয়। গাইনি চিকিৎসক ডা. মুনতাহীনা হক জিমের তত্ত্বাবধানে অপারেশনটি সম্পন্ন হয়। এতে ওই প্রসূতির জোড়া লাগানো শিশু জন্ম হয়। নবজাতক দুটি ছেলে।

তিনি আরো বলেন, শিশুটির বাবা-মা আগে থেকে যমজ সন্তান জন্ম নেওয়ার বিষয়টি জানলেও; জোড়া লাগানো সন্তান হবে এ বিষয়টি তারা কেউ জানতেন না। তবে শিশুদের জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, যমজ সন্তান জন্ম নেওয়ার পর শিশু দুটির বাবা-মায়ের হাসি ফুটলেও তাদের চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

এ ব্যাপারে ডাক্তার মুনতাহীনা হক জিম জানান, অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। তবে এখনই না। তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। শিশু দুটি সুস্থ রয়েছে।এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, বিষয়টি জানার পর থেকে আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। তাদের চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০