২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

 

অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি’র সদস্যরা। বুধবার রাতে মহেশপুরের মাটিলা সীমান্তের সুন্দরপুর গ্রামের মেহগনি বাগান থেকে তাদের আটক করে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন , ঝিনাইদহ জেলার মাছুরা বেগম (৩৪), মাগুরা জেলার শিমলা বিশ্বাস (১৯), মেঘা বিশ্বাস (০৪), যশোরের আব্দুল আজিম (৪৭) প্রদিপ কুমার হালদার (২১), উজ্জল হোসেন (২৫), নড়াইল জেলার ইপি মোল্যা (৫০), পিন্টু কুমার বিশ্বাশ (৫৬), গোপালগঞ্জ জেলার জষোমন্ত ভদ্র (৩৪), খুলনা জেলার রমজান শেখ (১৯) হরিদাস বিশ্বাসকে (২৫) অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার অপরাধে তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ৫৮বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ ভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে