২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আজ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক , প্রকাশিত হয়েছে-

 

আজ রোববার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সকালে লেনদেন শুরুতে পুঁজিবাজারে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে তা পতনমুখী অবস্থানে নেমে আসে। গত বুধবার (১৩ এপ্রিল) পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল।

এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেন তিনশত কোটি টাকার ঘরে নেমে এসেছে। গত এক বছরের হিসেবে ডিএসইতে লেনদেন সর্বনিম্ন অবস্থায় রয়েছে।

উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

রোববার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৪.৮৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৫.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৪৪ পয়েন্ট কেমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫.০০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত আছে ৪১টির। এদিন ডিএসইতে ৩৩৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩৫ কোটি টাকা কম।

ডিএসইতে গত বছরের ৫ এপ্রিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছিল। সেই হিসাবে প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে ডিএসইর লেনদেন।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৩৮.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৮০.৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৬৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩০২.৫২ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৬.৭৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬২টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির। দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।