২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঢাকা প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন সালাউদ্দিনের

ক্রীড়া ডেস্ক , প্রকাশিত হয়েছে-

 

ঢাকা প্রিমিয়ার লিগে এবার উন্মুক্ত দলবদল হয়েছে। ছিল না প্লেয়ার্স ড্রাফট। ছিল না গ্রেড অনুযায়ী সিলিং প্রাইজ। তাতে খেলোয়াড়রা ক্লাবগুলোর সঙ্গে দরকষাকষি করে নিজেদের পারিশ্রমিক ঠিক করেছেন।

ঢাকা লিগের এটা অতীত ঐতিহ্য। ক্লাবগুলোর আগ্রহের ভিত্তিতে খেলোয়াড়রা নিজেদের পারিশ্রমিক ঠিক করেন। তাতে কখনো কখনো খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা, সামর্থ্য অনুযায়ী অনেক বেশি পারিশ্রমিক পান। কখনো সেটা ব্যালেন্স থাকে। তবে খেলোয়াড়দের এই পারিশ্রমিক নিয়ে আপত্তি তুললেন দেশের ক্রিকেটের পরিচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তার দাবি, ‘মাঝে মাঝে মনে হয় আমরা কি বেশি টাকা দিয়ে দিচ্ছি নাকি খেলোয়াড়কে?’ তার এই দাবির পেছনে যুক্তি আছে। খেলোয়াড়দের পারফরম্যান্স, ফিটনেস আশানুরূপ না হাওয়ায় বিরক্ত প্রাইম ব্যাংকের কোচ, ‘আমার দলের বেশির ভাগ খেলোয়াড় আনফিট। শক্তি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। পুরো টুর্নামেন্টে সবচেয়ে বাজে ফিল্ডিং সাইড ছিলাম আমরা।’

তাইতো, সুপার লিগের লড়াইয়ে নামার আগে নিজের খেলোয়াড়দের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন সালাউদ্দিন, ‘আমি মেসেজ আমার দলকে দিয়ে দিয়েছি। সামনের বছর যদি খেলতে হয় তাহলে ফিটনেস নিয়ে খেলতে হবে। নয়তো খেলার সুযোগ নেই। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন। আশা করছি তারা যেন আগামীবার খেলার আগে ফিটনেসটা ঠিক করে আসবে। তাহলে নিজের জন্য ভালো হবে। দলের জন্য ভালো হবে।’

সঙ্গে দলের প্রতি ভালোবাসা, নিবেদন বাড়ানোর কথাও বলেছেন তিনি, ‘আমার মনে হয় দলের প্রতি নিবেদন থাকা জরুরি। আপনি যত ভালো দল করেন না কেন দলের ভেতর থেকে যদি দলীয় অনুভূতি না আসে তাহলে ভালো ফল করা কঠিন। আপনার তো দলের প্রতি দরদ থাকতে হবে। তারপর আপনার দল ফল করবে কি করবে না সেটা বোঝা যাবে। অন্তত আপনি যদি দরদ দিয়ে খেলেন তারপরও যদি দল হেরে যায় তাহলে আপনার মানসিক স্বস্তি থাকবে। সেই স্বস্তি আমি এবার পাইনি।’

রাউন্ড রবিন লিগে ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠেছে প্রাইম ব্যাংক। পয়েন্ট তালিকায় চারে তাদের অবস্থান। শিরোপা জিততে হলে সুপার লিগের পাঁচ ম্যাচের চারটিতে জিততেই হবে তাদের। সেই লড়াইয়ে সোমবার তাদের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। মিরপুরে হবে দুই দলের ম্যাচ। প্রথম মুখোমুখিতে আবাহনীর কাছে হেরে যাওয়া প্রাইম ব্যাংকের কোচ এবারও সমীহ করলেন তাদের।

সালাউদ্দিন বলেছেন, ‘আবাহনীর সঙ্গে আমাদের কঠিন ম্যাচ হয়। তারপর আবার ঢাকা স্টেডিয়ামে ম্যাচ। আবাহনী একটু ঢাকা স্টেডিয়ামে বেশি খেলে। আমরা একটু কম খেলি বলে সমস্যা হয়ে যায়। তাদের এটা হোম গ্রাউন্ড। তারা একটু সুবিধা বেশি পাবে। তারপরও আমরা আশা করবো শেষ ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো যেন না করি।’

তামিম ইকবালের এবার প্রাইম ব্যাংকে খেলার কথা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর শেষে ব্যক্তিগত কাজে লন্ডন গিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তিনি ফিরবেন কবে জানা নেই প্রাইম ব্যাংকের কোচের।