দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড


নিউজ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ৮:৩৭ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

 

একদিনে দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ এপ্রিল) রাত ৯টায় সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এ সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ১২ এপ্রিল, ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট।

উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮। তবে বর্তমানে বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০