ইউক্রেন কঠোর প্রতিরোধ গড়ে তুলবে পূর্বাঞ্চলে: জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২২, ৮:২০ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
ইউক্রেন কঠোর প্রতিরোধ গড়ে তুলবে পূর্বাঞ্চলে: জেলেনস্কি

 

রাশিয়ার সাথে যুদ্ধের অবসান ঘটাতে দেশের পূর্বাঞ্চলীয় অঞ্চল ছেড়ে দিতে রাজি নয় তার দেশ বলে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি । এবং পূর্বাঞ্চলে প্রত্যাশিত বড় আকারের আক্রমণের মুখে কঠোর প্রতিরোধের জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেন।

রোববার (১৭ এপ্রিল) সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমরা আমাদের এলাকা ছেড়ে দেব না।” খবর আল-জাজিরার।

তিনি আরো বলেন, পূর্ব ডনবাস অঞ্চলের লড়াই যুদ্ধের ফলাফলকে পুরোপুরিভাবে নতুন রূপ দিতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডনবাস দখল করলে রাশিয়া কিয়েভ আবার দখলের চেষ্টা করতে পারে। এ কারণে তাদেরকে ঠেকানো আমাদের জন্য এতো গুরুত্বপূর্ণ।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে কিয়েভ সফরের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তবে, হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন ৭৯ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০