পটুয়াখালীর মহিপুর হতে র‌্যাবের হাতে তিন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার


বার্তা বিভাগ প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২২, ৮:৩৩ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
পটুয়াখালীর মহিপুর হতে র‌্যাবের হাতে তিন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

 

পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন রাখাইন বাজারে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ১৯/০৪/২০২২ইং তারিখ আনুমানিক ১৭:৫০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন রাখাইন বাজার কুয়াকাটা পৌরসভা ০৭নং ওয়ার্ড, জব্দ তালিকায় (খ) নং সাক্ষী মোঃ সাইখুল ইসলাম এর বসত বাড়ির উঠানের পূর্ব পাশের্^ কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে ।

 

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৭:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নাম হলো(১) মোঃ আরিফ হোসেন (২৮), পিতা-মোঃ আঃ রব , সাং-০৭ নং ওয়ার্ড কুয়াকাটা পৌরসভা,(২) মোঃ বাইজিদ(৩০),পিতাÑমোঃ আব্দুস সোবহান, সাং- হোসেন পাড়া,(৩), মোঃ সোলাইমান খলিফা (২৫), সাং- ০৭নং ওয়ার্ড কুয়াকাটা, সর্বথানা-মহিপুর,জেলা- পটুয়াখালী । ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় আসামীরা দিনমুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীদের নিকট হতে ৯৮০ (নয়শত আশি) গ্রাম কথিত গাঁজা, ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীম, নগদ ২,০০০/- টাকা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৩৯,৫০০/- (ঊনচল্লিশ হাজার পাঁচশত) টাকা।

ধৃত আসামীরা অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০