পটুয়াখালীর গলাচিপায় গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরতে চান মো. নুর আলম জিকু। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করলেন নুর আলম জিকু (৪০)। নুর আলম জিকু হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আবুল হাশেম মিয়ার ছেলে। দীর্ঘ ২৭ বৎসর ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ করে আসছেন। তার পরিবার আওয়ামী লীগের পরিবার। নুর আলম জিকু গোলখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সফল সভাপতি ছিলেন, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গোলখালী ইউনিয়ন হরিদেবপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুনামের সহিত সেবা করে আসছেন। গোলখালী ইউনিয়ন কৃষি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গোলখালী ইউনিয়ন সুহরী ব্রিজ বাজারের বাজার কমিটির সভাপতি, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। নুর আলম জিকুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি করোনাকালীন সময়ে বিভিন্ন সচেতনতামূলক কাজ ও হত দরিদ্রদের সাহায্য সহযোগিতা করেছি। জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশনকে কাজে লাগিয়ে রাজপথে রাজনীতি করে আসছি। আমি যদি গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারি সর্বপ্রথম আমার কাজ হবে মাদক, সন্ত্রাস, দূর্নীতি নির্মূল করা। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা (এমপি) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুব সমাজের অহংকার মো. শাহিন শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করার জন্য আমার ইউনিয়নকে স্বচ্ছ, সুন্দর রাখার চেষ্টা করব।
আপনার মতামত লিখুন :