তাহিরপুরে সাত শত কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার বিতরণ


শাহ আলম, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি। প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
তাহিরপুরে সাত শত কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার বিতরণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনায় বিনা মূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে সার ও বীজ তুলে দেয়া হয়। এসময় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন তালুকদার, উপসহকারী কৃষি অফিসার আসাদুজ্জামান সহ উপকার ভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা জানান,২০২১-২২ অর্থ বছরের খরিপ ১/২০২২-২০২৩ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭০০ জন কৃষকদের আউশ ধানের বীজ সার ও বীজ পাবে। জনপ্রতি কৃষক  ডিএপি ২০কেজি,এমওপি ১০,বীজ ৫ কেজি আউশ বীজ পাবেন। আজ উদ্বোধনী দিনে ৫০জন কৃষকদেরকে দেয়া হয়েছে। বাকীদের প্রর্যায়ক্রমে দেয়া হবে। এছাড়াও দু ধান কাটার রিপার  মেশিন ভর্তিুকি মূল্য দুজন কৃষককে দেয়া হয়েছে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: