পটুয়াখালী দশমিনা উপজেলায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়


মোঃ বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি। প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২২, ১০:১৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
পটুয়াখালী দশমিনা উপজেলায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো মহিউদ্দিন আল হেলাল এর সঞ্চালনা জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এসম শাহজাদা এমপি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃমহিউদ্দিন আল হেলাল এর উদ্যোগে ২০২২ ইং সনের  এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি মূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ১৩৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃহস্পতিবার বিকেলেে স্হানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি, জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর উপস্থিতিতে অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। উক্ত শিক্ষার্থীদের মধ্যে  ১০ জন শিক্ষার্থী ভালো ফলাফল করায় তাদের সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। তার এ কাজে আমরা খুশি। এতে করে উপজেলার অভিভাবকগন তাদের সন্তানদের পড়াশুনায় বেশি মনযোগী হবন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো মহিউদ্দিন আল হেলাল বলেন, মহামারি করেনায় দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশুনায় পিছিয়ে পারে তাই তাদের পড়শুনার গতি বাড়ানোর জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: