ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আজম ইকবাল ঝড়–কে গুণীজন সংবর্দনা ও গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি স্বরূপ এ্যাওয়াড ও সংবর্দনা প্রদান করা হয়। ১৮ এপ্রিল রাজধানীর এশিয়া ফোর স্টার হোটেল এন্ড রিসোর্টে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ‘শেরেবাংলা গোল্ডেন এওয়াড’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সাবেক উপ-মন্ত্রী ও ১৪ দলীয় নেতা সাদেক সিদ্দিকী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন উপদেষ্টা আতাউল্লাহ খান। এছাড়া উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধার ওয়াসিউজ্জামান লেলিনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান মাহবুব আজম ইকবাল ঝড়– ২০১৪ সাল থেকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি দ্বায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলা শিক্ষা অফিসের নানা অনিয়ম বন্ধ করেন। এছাড়া উপজেলা সাংস্কৃতিক অঙ্গণে নানাভাবে অবদান রেখে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে সমাজের পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছেন।
মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আজম ইকবাল ঝড়ুু জানান, আমি শিক্ষক নেতা হিসাবে দ্বায়িত্ব নেওয়ার পর থেকে সততার সাথে কাজ করে যাচ্ছি। শিক্ষকদের ন্যায্য দাবি দাওয়া আদায়ে কাজ করে আসছি। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় আমাকে যে সম্মান দেওয়া হয়েছে তা আমার একার নয়, এ কৃতিত্ব মহেশপুরবাসির।
আপনার মতামত লিখুন :