মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী সহ আটক-৯


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী সহ আটক-৯
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। ২০ এপ্রিল
বুধবার সকালে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে শুন্য লাইন থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, সজল বিশ্বাস (৪৭), সুজন বিশ্বাস (৫০), এখলাছ শেখ (৩৭), আরিফুল খান (২৯), মিসকাদ সরদার (২৮), নির্মলা বিশ্বাস (৬০), মঞ্জু বিশ্বাস (৫০), জামিলা (৭০) ও নুপুর সুলতানা (২২)। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও গোপালগঞ্জ এলাকায়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৯ জনকে আটক করা হয়েছে। তারা সকলেই বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
তিনি আরো জানান, আটককৃতদের মহেশপুর থানায় সোপার্দ্দ করা হয়েছে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: