মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশুসহ আটক -১৮ 


ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে শিশুসহ আটক -১৮ 
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
বুধবার (৩ আগস্ট) দুপুরে মহেশপুর বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ, দু’জন নারী ও ছয়জন শিশু-কিশোর।
তারা হলেন- বীনা মজুমদার (৩৫), কেয়া মজুমদার (১৭), কেয়া মজুমদার (১৭), জয় মজুমদার (১৩), নিগম মজুমদার (২০), মৃনাল কীত্তনীয়া (৩৭), প্রভাতী কীত্তনীয়া (৩০), মিষ্টি কীত্তনীয়া (১১), প্রান্ত কীত্তনীয়া (০৭), তানভীর হোসেন (২৫), মো. আজিজুর রহমান (৩৪), মো. সুজন মিয়া (৩৩), নাওয়াজ শরীফ (১৯), মো. শরীফ (১৬), মো. রইচ মোল্লা (২৫), প্রসেনজিৎ হালদার (২৮), আশরাফুল ইসলাম (৩৪), আফ্রিদি (৪) ও বিল্লাল ফকির (২৪)।
তাদের বাড়ি বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায়।
তাদরে নামে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা হয়েছে ও তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আর্কাইভ