আমতলীতে ইয়াতিমদের সাথে এসএসসি ৯২ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল


হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২২, ৪:২৩ অপরাহ্ণ / Print This Post Print This Post
আমতলীতে ইয়াতিমদের সাথে এসএসসি ৯২ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল

 

বরগুনার আমতলীতে এসএসসি ৯২ ব্যাচের উদ্যোগে প্রয়াত শিক্ষক, প্রিয় পিতা-মাতা, সহপাঠি ও নিকট আত্মীয়দের রুহের মাগফেতার কামনায় বিভিন্ন মাদ্রাসার ইয়াতিমদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে নতুন বাজার বাঁধঘাট রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আমতলী সরকারী কলেজ জামে মসজিদের পেশ ঈমাম মুফতি সাইদুর রহমান।

দোয়া ও ইফতার মাহফিলে এসএসসি ৯২ ব্যাচের বন্ধু আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম টারজানের সভাপতিত্বে অপর বন্ধু হায়াতুজ্জামান মিরাজের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতলী সরকারী কলেজের সাবেক শিক্ষক আনোয়ার হোসেন আকন, আবুল হোসেন বিশ্বাস, হারুন অর রশিদ, জালাল আহম্মেদ, গাজী ইউসুফ আলী, আলহাজ্ব আঃ মজিদ মিয়া, নজরুল ইসলাম তালুকদার, আমতলী সরকারী একে পাইলট হাই স্কুলের সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা আঃ খালেক, এমইউ বালক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আঃ রশিদ, মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, এমইউ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঃ হান্নান, আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খান প্রমুখ।

এছাড়াও আমতলী সরকারী কলেজ, এমইউ বালক বিদ্যালয়, সরকারী একে পাইলট হাই স্কুল ও এমইউ বালিকা বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের সন্তানরা ও পৌরসভার ৫টি ইয়াতিম খানার শতাধিক শিশুরা দোয়ায় অংশ নেয়।

স্বাগত বক্তব্য রাখেন ৯২ ব্যাচের বন্ধু অ্যাডঃ মিয়া আব্দুল মান্নান, ডাঃ ইসমত আরা কলি, আবদুল্লাহ আল মামুন বিপ্লব, প্রভাষক জাকির হোসেন, জিয়াউল হাসান সোহেল ও মোশারেফ হোসেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০