২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাউফলে চারতলা বিদ্যালয় ভবনের উদ্বোধন

বাউফল প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

 

পটুয়াখালীর বাউফলে চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফিতা কেটে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত ওই ভবন উদ্বোধন করেন তিনি। ভবন নির্মাণ ব্যয় হয়েছে ৩কোটি ১৮লাখ ২০ হাজার টাকা।

ভবন উদ্বোধন শেষে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের হলরুমে সহকারি প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আ.স.ম ফিরোজ এমপি বলেন,‘ বিএনপি জামাত জোট সরকারের আমলে শিক্ষাখ্যাতে তেমন কোন উন্নয়ন হয়নি। উন্নয়নে শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। এসময় তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,‘ শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিক হতে হবে। প্রাইভেট কোচিং বানিজ্য বন্ধ করতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষাদের হাতে স্মার্ট ফোন দেওয়া যাবে না। স্মার্ট ফোনও একজাতীয় মাদক। এতে ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামলীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনিসুর রহমান, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ,কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কবিরুজ্জামান প্রমূখ।

একদিনে ২কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন আ.স.ম ফিরোজ এমপি।