২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রমজান মাসেই একই পরিবারের ৪ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

 

 

হিন্দু ধর্ম ত্যাগ করে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের দুধ সাড়া গ্রামের একই পরিবারের ৪ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বুধবার (২০শে এপ্রিল) ঝিনাইদহ জজ কোর্টে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয়। তারা হলেন- সুফল বিশ্বাস ওরফে আব্দুর রহমান, সুফলের স্ত্রী সাথী বিশ্বাস ওরফে মোছাঃ খাদিজা বেগম।

ধর্ম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ শুনে ও ইসলামিক বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ২৫শে মার্চ বলুহর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব আনম মাকছুদুর রহমানের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। পরে ঝিনাইদহ জজ কোর্টে উপস্থিত হয়ে এফিডেভিট সম্পন্ন করেছি। আমার মেয়ে সস্তিকা বিশ্বাস (১৩) নামের পরিবর্তে ইসলামী নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউস। ছেলে সার্থক বিশ্বাস (৭) এর ইসলামী নাম মোঃ আব্দুল্লাহ রেখেছি। আমরা সকলেই রোজা রেখেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি। ইসলামী আদর্শ নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে তিনি সবার দোয়া চেয়েছেন।