আজই কি ঢাকা লিগের শিরোপা নির্ধারণ?


ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২২, ৮:১১ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
আজই কি ঢাকা লিগের শিরোপা নির্ধারণ?

খুব সোজা সমীকরণটা। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে রোববার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারাতে হবে। আর লিজেন্ডস অব রূপগঞ্জের হারতে হবে আবাহনীর বিপক্ষে। ব্যাস, তাহলেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা নিশ্চিত হয়ে যাবে শেখ জামালের।

তবে কাজটা কি এতোটাই সহজ? নিজেদের খেলায় শেখ জামাল নিয়ন্ত্রণ করতে পারে। মাশরাফির রূপগঞ্জের উপর তাদের নিশ্চয়ই কোনো হাত নেই।

এজন্য নিজেদের খেলায় পূর্ণ মনোযোগ শেখ জামালের কোচ সোহেল ইসলাম,‘ সুপার লিগের প্রতিটি ম্যাচই কঠিন। চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ রয়েছে। আমাদের সম্ভাবনা সবচেয়ে বেশি। শেষ ম্যাচগুলো যেভাবে খেলেছি সেভাবেই খেলার চেষ্টা করবো।’

রূপগঞ্জের কোচ আফতাব আহমেদেরও একই চাওয়া,‘ আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। মাশরাফি-সাকিব শুধু দলের হয়ে খেলছে এমনটা নয়। তারা দারুণ প্রভাব বিস্তারও করছে। দলকে সতেজ রাখছে। যেভাবে এগোচ্ছি এভাবেই শেষ করতে চাই।’

প্রথম ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের অপেক্ষায় থাকা শেখ জামালের পয়েন্ট ২২। তাদের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই দুই দলেরই এবার লিগ জয়ের সুযোগ আছে। বর্তমান অবস্থায় শেখ জামাল তিন ম্যাচের দুটিতে জিতলে এবং রূপগঞ্জ শেষ তিন ম্যাচের তিনটি জিতলেও শেষ জামাল ২ পয়েন্ট এগিয়ে শিরোপা জিতবে। তবে ১২ ম্যাচে ১১ জয় পাওয়া শেখ জামাল শেষ তিন ম্যাচের একটি হারলে এবং রূপগঞ্জ তিন ম্যাচের তিনটি জিতলে লিগে নাটকীয়তার জন্ম নেবে। তখন দুই দলেরই পয়েন্ট হবে সমান। পয়েন্ট সমান হলে হেড টু হেড হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই জিতবে লিগ শিরোপা। তবে দৌড়ে টিকে আছে এই দুই দলই।

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী, বিগ বাজেটের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপের দুই দল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ ক্রিকেটার্সের শিরোপা জয়ের সুযোগ নেই। তবে তারা শেষ কেমন করে সেটাও দেখার।

রোববার (২৪ এপ্রিল) মিরপুরে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেডের। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতে মাশরাফির দল। সাকিব প্রথমবার নেমেছিলেন তাদের জার্সিতে। তবুও জিততে ঘাম ঝরাতে হয় রূপগঞ্জকে। আবাহনী সুপার লিগে এখনও জয়ের মুখ দেখেনি। লিটন, শান্তরা যোগ দেওয়ার পরও দল ভালো করতে পারছে না। বিকেএসপিতে শেখ জামালের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। ইমরুল, সোহানরা বেশ ফর্মে আছে। মুশফিক, মিরাজকে নিয়ে তারা শিরোপা উল্লাসে মাতবে এমনটাই আশা করছে টিম ম্যানেজমেন্ট।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০