কঙ্গোতে নতুন করে ইবোলা প্রাদুর্ভাব


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২২, ৮:২৪ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
কঙ্গোতে নতুন করে ইবোলা প্রাদুর্ভাব

 

নতুন করে আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর এমবান্দাকা শহরে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার দেশটিতে এ ভাইরাসে প্রাণহানির পর শনিবার (২৩ এপ্রিল) ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এক বিবৃতিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৮ সাল থেকে কঙ্গো প্রজাতন্ত্রের ওই এলাকায় এটি তৃতীয় এবং ১৯৭৬ সাল থেকে দেশটিতে ১৪তম ইবোলা প্রাদুর্ভাব।

আফ্রিকায় ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ডাঃ মাতশিদিসো মোয়েতি বলেন, সময় আমাদের পক্ষে নেই।

বাদুড় বিশেষত ফল বাদুড়কে এই ভাইরাসের বাহক হিসেবে মনে করা হয়। এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুহার অনেক বেশি, যা প্রায় ৮৩-৯০ শতাংশ। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় এটি মহামারি রূপ নিয়েছিল।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০