প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদানের উদ্বোধনপূর্বক প্রেস কনফারেন্স


রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ / Print This Post Print This Post
প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদানের উদ্বোধনপূর্বক প্রেস কনফারেন্স

 

 

বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনপূর্বক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রেস কনফারেন্সে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাংবাদিক এস.মিজানুল ইসলাম প্রমুখ।

প্রেস ক্লাবের সহ-সভাপতি কেএম সফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসবির সাব-ইন্সপেক্টর মোশারেফ হোসেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন ও সাইদুল ইসলাম, সহ-সভাপতি কাওসার হোসেন, জাকির হোসেন, প্রভাষক মামুন আহমেদ, ইলিয়াস শেখ ও স্বপন মাঝি, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ) ও ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সহ-সম্পাদক নাহিদ সরদার , সদস্য নজরুল ইসলাম, আব্দুল আউয়াল ও রুবেল বেপারী প্রমুখ। প্রসঙ্গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২ সহস্রাধিক ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর করবেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০