২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাউফলে ইউওনও’র প্রেস ব্রিফিং

বাউফল প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

 

পটুয়াখালীর বাউফল উপজেলাসহ ৪৮৩টি উপজেলায় আগামী ২৬শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণী) পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন সংক্রান্ত বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস ব্রিফিং করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক চিফ হুইপের এপিএস আনিসুর রহমান।

প্রেস ব্রিফিং এ ইউএনও সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ের গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তত কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বাউফল উপজেলা এ শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্ভূক্ত হয়েছে।

তিনি আরও জানান, উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে প্রথম পর্যায়ে ১০০টি, দ্বিতীয় পর্যায়ে ৫০টি ঘর উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ২৪৪টি ঘর নির্মাণের কাজ চলছে। আগামী ২৬এপ্রিল ১০০টি গৃহসহ জমি উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বাউফল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম (ইত্তেফাক), বাউফল সাংবাদিক ফোরামের সভাপতি অতুল চন্দ্র পাল (ভোরের কাগজ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), সোহরাব হোসেন (বাংলাদেশ বেতার), প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন(মানবকণ্ঠ), বাউফল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক এম.এ হান্নান(স্বদেশ প্রতিদিন) উপস্থিত ছিলেন।