২৪ ঘন্টায় সরে‌নি বৃষ্টির পানি, ব্যবস্থা নিচ্ছে না কলেজ প্রশাসন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২২, ৯:২৪ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
২৪ ঘন্টায় সরে‌নি বৃষ্টির পানি, ব্যবস্থা নিচ্ছে না কলেজ প্রশাসন

 

সরকারি বাঙলা কলেজের মাঠ থেকে গতকালের হালকা বৃষ্টির পানি এখনো সরেনি। গত ২৪ ঘণ্টা পার হলেও জলাবদ্ধতা নিরসনে কো‌নো ব্যবস্থা নেয়‌নি কলেজ প্রশাসন। এছাড়াও ক্যাম্পাসের লেক পরিষ্কার না করায় মশার উৎপাত বেড়েই চলছে। এবার মাঠের পানি জমে থাকায় মশা আরও বৃদ্ধি পাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ও আশেপাশের এলাকার মানুষজন।

কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। এতে করে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। ছাত্ররা মাঠে খেলতে পারেনা। এ বিষয়ে কলেজ প্রশাসনের কোন দৃষ্টি নেই। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমারা মাছ চাষ ক‌রে‌ প্র‌তিবাদ ক‌রে‌ছি।

‌এ বিষ‌য়ে বাঙলা ক‌লেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বরাবর যোগায‌োগ করার চেষ্টা করা হ‌লে কেউই ফোন ধ‌রেন‌নি।

শনিবার (২৩ এপ্রিল) কলেজ মাঠে জলাবদ্ধতা স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা মাছ অবমুক্ত করেছিলো। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে ছাত্র-ছাত্রীরা কলেজ কর্তৃক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। কলেজের মাঠের এই অবস্থা দেখে ফেসবুকে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০