আমতলীতে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের ৪০টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর


হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২২, ৯:২৮ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
আমতলীতে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের ৪০টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর
sdr

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশ ব্যাপী আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের ঘর উদ্বোধনের পর বরগুনার আমতলী উপজেলা প্রশাসন হতদরিদ্র ৪০জন গৃহহীনদের মাঝে বরাদ্ধকৃত ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আবদুল্লা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধাসহ সকল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক ও দলিল গ্রহনকারী ৪০টি পরিবারের সদস্যরা।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০