দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এমপিও ভুক্ত করায় আনন্দ মিছিল


সেলিম রানা, চরফ্যাশন প্রতিনিধি: প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২২, ৯:৩৩ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম  কলেজ এমপিও ভুক্ত করায় আনন্দ মিছিল

 

 

ভোলা জেলার দক্ষিণ আইচা থানা সদরে অবস্থিত আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সংসদ সদস্যের পিতা সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মরহুম নজরুল ইসলাম এর নামে নতুন প্রতিষ্ঠিত “দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ” বিশেষ বিবেচনায় এমপিওভুক্তি’র অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এমপিও ভুক্তি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চরফ্যাশন মনপুরায় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষ ও দক্ষিণ আইচা থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৬ এপ্রিল ) সন্ধ্যায় দিকে আনন্দ মিছিলটি দক্ষিণ আইচা গোল চত্বর থেকে শুরু হয়ে দক্ষিণ আইচা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোল চত্বরে গিয়ে শেষ হয়।এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক ও ছাত্রসহ দক্ষিণ আইচা থানা যুবলীগের আহ্বায়ক বাবুল হাওলাদার, যুগ্ন আহবায়ক আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সী ও মহিউদ্দিন ,সাবেক সভাপতি আবদুল রশিদ মিয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ শাদী লিমন, সিনিয়র সহ সভাপতি রিয়াজ উদ্দিন দুলাল, চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রানা, সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক সোহাগ, যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন সাগর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শ্রমিকলীগ সভাপতি ফারুক শাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,চরমানিকা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ, দক্ষিণ আইচা থানা যুবলীগে নেতা আবু জাহের, ছাত্রলীগ নেতা আশ্রাফ তুহিন হাওলাদার সহ দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ছাত্র,শিক্ষক,কর্মচারী ও ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ স্থানীয় অভিভাবক বৃন্দ।

অভিভাবক বশির আহমেদ অভিমত ব্যক্ত করেন দীর্ঘ বছরের দক্ষিণ আইচা কোন কলেজ না থাকায় ছাত্র ছাত্রীরা চরফ্যাশন বা শশীভূষণ গিয়ে লেখা পড়া করা লাগত। অল্প সময়ে কলেজটি পাঠদানের অনুমতি সহ এমপিও ভুক্তি হওয়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা দক্ষিণ আইচার পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষাব্যবস্থা স্বপ্ন পূরণ হবে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০