মহিপুরে দুই ইউপিতে ক্ষমতাসীন আ.লীগের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের কাউন্সিল সভা অনুষ্ঠিত


নিজেস্ব প্রতিনিধি: প্রকাশের সময় : মে ৫, ২০২২, ১১:২৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
মহিপুরে দুই ইউপিতে ক্ষমতাসীন আ.লীগের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের কাউন্সিল সভা অনুষ্ঠিত

 

পটুয়াখালীর জেলার মহিপুর থানার দুই ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে

 

আজ বৃহস্পতিবার (০৫ মে) সকাল ১০টায় ধূলাসার ইউনিয়নের জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে ও বিকাল ৩টায় লতাচাপলি ইউপি ভবন কমপ্লেক্সে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এতে তৃনমূলের ডেলিগেটরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নিয়ে প্রার্থী নির্বাচনে তাদের মতামত প্রদান করেন।

তৃণমূলের এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জল কুমার বসু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার প্রমূখ।

 

তৃণমূলের এ দু’টি কাউন্সিল সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট মো. সাইদুর রহমান।

এদিকে তৃণমূলের কাউন্সিল সভা শেষে ডেলিগেটদের ভোটে ধূলাসার ইউনিয়ন আ.লীগ সম্পাদক মো. মোদাচ্ছের হাওলাদার ৪৯ ভোট পেয়ে ১ম, মহিপুর থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. হারুন তালুকদার ১৯ ভোট পেয়ে ২য় এবং বর্তমান চেয়ারম্যান আ. জলিল মাষ্টার ৬ ভোট পেয়ে ৩য় হয়েছেন।

অপরদিকে লতাচাপলি ইউনিয়ন আ’লীগ সাধরণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা ৪৩ ভোট পেয়ে ১ম, মহিপুর থানা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম ফরাজী ১৩ ভোট ২য় এবং ইউনিয়ন আ.লীগ সভাপতি ডা. সিদ্দিকুর রহমান বিশ্বাস ১১ ভোট পেয়ে ৩য় হয়েছেন।

তৃণমূলের প্রাপ্ত এ ভোটের ফলাফল সহ প্রার্থী তালিকা চুড়ান্ত করনে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হবে। আগামী (১৫ জুন) মেয়াদ উত্তীর্ন এ দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১