দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।
আজ (৫ই মে) কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র উপজেলার কৃতি শিক্ষার্থী ও দেশসেরা মেধাবী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ম হওয়া শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, আমার কৃতিত্বের পিছনে স্কুলের সামনের দোকানদার থেকে শুরু করে আমার পরিবার এবং আমার জীবনে যার সাথে ২ মিনিট দাড়িয়ে কথা হয়েছে তাদের সকলের অবদান রয়েছে। লক্ষ্যে স্থির থাকলে এবং সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকলে সফলতা আসবেই।
এছাড়া অনুষ্ঠানে কলপাড়া উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :